কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ
গ্রামের নাম কর্ণাই। দিনাজপুরের হাজী দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গ্রাম। সেখানে রোডমার্চের সাথে গিয়ে দেখে এলাম কেমন সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। যদিও বলছি 'সাম্প্রদায়িক' হামলা... কিন্তু গাইবান্ধার পলাশবাড়ী, ঠাকুরগাঁয়ের গড়েয়াসহ অন্যান্য এলাকায় যা দেখলাম তা যতটা সাম্প্রদায়িক হামলা তারচেয়ে বেশি মনে হয়েছে দ্ররিদ্রদের সর্বস্ব কেড়ে নেয়ার আগ্রাসি বর্বর অত্যাচার। কর্ণাই গ্রামের একজন আশি বছরের বিধবা বৃদ্ধার কান থেকে হামলাকারীরা ছোট্ট এক বিন্দুর মত দেখতে একটি স্বর্ণের কানের দুল কান থেকে নেয়ার সময় কান ছিঁড়ে নিয়ে গেছে! আমি ঐ বৃদ্ধার বোবা কান্না দেখে নিজেই বোবা হয়ে গেছি।
যারা এমনটা করে তাদের আপনি কী বলবেন? কোথাও এই হামলাকারীরা কোনো বহনযোগ্য সম্পদ ফেলে যায় নি। যা নিতে পারে নি তাতে আগুন ধড়িয়ে দিয়ে গেছে। এরা চোর, ডাকাত এবং বর্বর লন্ঠনকারী ছাড়া আর কিছু নয়। সাম্প্রদায়িক হামলার কথা বলে এদেরকে একটা সম্প্রদায়ের চেহারা দেয়ার দরকার নাই। এরা স্রেফ লুটপাটকারী ডাকাত।
এদের যারা মদদ দেয় তারা মূলত এইসব ডাকাত দলের সর্দর। এটা কোনো রাজনৈতিক শক্তি হতে পারে না। এদের বিচার চাইব রাষ্ট্রের কাছে আর সর্বস্তরের মানুষের কাছে আহবান এদের দেখামাত্র পিটুনি দিন। আমরা যেমন করে চোর ধরি এলাকার সবাই মিলে, তেমনি এইসব হামলাকারীদের এলাকার সবাই মিলে ধরুন, মারুন তারপর প্রশাসনকে জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।