মেঘলা আকাশ, মেঘের কোলে রোদ এবং চার সতীনের সংসারের পর এবার নার্গিস আক্তার দর্শকদের উপহার দিচ্ছেন 'পুত্র এখন পয়সাওয়ালা'। ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। শুরু থেকেই ব্যতিক্রমী বিষয়বস্তু নিয়ে চলচ্চিত্র নির্মাণের কারণে এই নির্মাতা দর্শক- বোদ্ধার প্রশংসার পাশাপাশি জাতীয় পুরস্কারও লাভ করেছেন।
'পুত্র এখন পয়সাওয়ালা'র গল্প লিখেছেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। মা ও সন্তানের সম্পর্কের টানাপড়েন নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী।
এই তথ্য জানিয়ে নির্মাতা বলেন, আমার আগের চলচ্চিত্রগুলোর মতোই সমাজ সচেতনমূলক এবং পারিবারিক গল্পে বিনোদননির্ভরভাবে নির্মিত হয়েছে 'পুত্র এখন পয়সাওয়ালা'। গান, গল্প, অভিনয় এক কথায় সব মিলিয়ে অসাধারণ একটি চলচ্চিত্র হয়েছে 'পুত্র এখন পয়সাওয়ালা'। দর্শক চলচ্চিত্রটি দেখে নানাভাবে উপকৃত হবে এবং বিনোদন পাবে। গত বছরই এর নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু ৩৫ মিলিমিটার অর্থাৎ এনালগ পদ্ধতিতে চিত্রায়ণ হওয়ায় এটি ভারতে নিয়ে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে।
তাই মুক্তি দিতে বিলম্ব হচ্ছে।
তা ছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও মুক্তি পেছাতে হয়েছে। আশা করছি, ফেব্রুয়ারি মাসে দর্শক বড় পর্দায় দেখতে পাবে 'পুত্র এখন পয়সাওয়ালা'। বাণিজ্যিক ধারার আলোচিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমন, ফারহা রুমা, ববিতা প্রমুখ। এ চলচ্চিত্রের মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারহা রুমার চলচ্চিত্রে অভিষেক ঘটেছে।
মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
এদিকে প্রশংসিত এই নারী নির্মাতা এখন নির্মাণ করেছেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত ড. সেলিম আল দীনের পাঠকপ্রিয় গল্প 'যৈবতী কন্যার মন' অবলম্বনে একই শিরোনামের একটি চলচ্চিত্র। নির্মাতার কথায় এই গল্প নিয়ে অজস্রবার নাটক মঞ্চায়িত হয়েছে এবং তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি সেলিম আল দীনের পাঠকপ্রিয় এ গল্পটি নিয়ে চলচ্চিত্র নির্মাণের। আমার বিশ্বাস, মঞ্চের মতো বড় পর্দাতেও আলোড়ন তুলবে 'যৈবতী কন্যার মন'।
কারণ এই গল্পে নারী সমাজের নানা চিত্র মর্মস্পর্শী রূপে ফুটে উঠেছে। এদিকে নার্গিস আকতার পরিচালিত 'পৌষ মাসের পিরিত' চলচ্চিত্রটিও মুক্তি পাচ্ছে। এটিও সামাজিক ও পারিবারিক অসঙ্গতি নিয়ে নির্মাণ হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।