আমাদের কথা খুঁজে নিন

   

বিচিত্র হোটেল

ঘরের বাইরে নাশতা খাবারের শখকে আরও রোমাঞ্চকর করতে বিভিন্ন রেস্টুরেন্টে ছোটেন অনেকেই। তাই বলে রাতের খাবারের জন্য একটু ভিন্ন স্বাদ পেতে উড়ন্ত রেস্টুরেন্টে গেলে কেমন হয়। ভাবতেই যত রোমাঞ্চ জাগে বাস্তবেও তেমনই উত্তেজনা জাগানো বিচিত্র হোটেল রয়েছে। আজ প্রযুক্তির জাদুতে বাস্তবেও দেখা মিলছে এ ধরনের হোটেলের। এখন অনায়াসেই মেঘের দেশে ভেসে বেড়ানো যাবে।

মানুষকে মেঘের দেশে নিয়ে ভাসমান আনন্দ দেওয়ার জন্য সম্প্রতি হোটেল ম্যানড ক্লাউড নামে একটি সেভেন স্টার হোটেল তৈরি করেছেন ফরাসি প্রযুক্তিবিদরা। এমনিতেও ফ্রান্সের ম্যানড ক্লাউড বিশ্বের অন্যতম সেরা হোটেলগুলোর একটি। চমকে যাওয়ার মতো সবকিছুতেই ঠাসা এই উড়ন্ত হোটেল। ম্যানড ক্লাউড ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে উড়ে আকাশে। একটি পুরো হোটেল আকাশে ঘুরে বেড়াচ্ছে দেখতেই অবাক হয়ে যান অনেকে।

প্রায় ৪০ জন যাত্রী নিয়ে আকাশে বিচরণকারী এই হোটেলে আছে একটি প্রকাণ্ড জিমনেশিয়াম, সুপরিসর লাইব্রেরি, বড় ডাইনিং রুম, মিনি বারান্দা এবং একটি স্পা সেন্টার।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।