আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষস্থান হারাল ভারত

মাস কয়েক হলো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিয়েছে বাংলাদেশ। সেই নিউজিল্যান্ডই ওয়ানডের সেরা দলটাকে টেনে নামিয়ে আনে নিচে! নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচে হেরে শীর্ষ স্থান থেকে বিতাড়িত হয়েছে ভারত। তাদের স্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল হ্যামিল্টনের সিডন পার্কে বৃষ্টি বিঘি্নত ম্যাচে ১৫ রানে হেরেছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক ধোনি। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। ৩৪তম ওভারের দ্বিতীয় বলের পর বৃষ্টি নেমে আসে সিডন পার্কে। নিউজিল্যান্ডের রান তখন প্রায় ৫ গড়ে ১৭০। বৃষ্টি শেষ হওয়ার পর খেলা হয়েছে ৮.৪ ওভার। এই কয়েক ওভারে নিউজিল্যান্ড রান তুলেছে ৮.৪ গড়ে ১০১ রান! সবমিলিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেছেন উইলিয়ামসন। এছাড়া রস টেলর ৫৭, গুপ্তিল ৪৪, অ্যান্ডারসন ৪৪, রাইডার ২০ এবং লুক রঞ্চি ১৮ রান করেন। ভারতের পক্ষে মোহাম্মদ স্যামি ৩টি এবং কুমার, শর্মা, জাদেজা ও রাইনা একটি করে উইকেট শিকার করেন। ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১.৩ ওভারে ২৯৩! ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ভারত ২৭৭ রান সংগ্রহ করে। গত ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি সর্বোচ্চ ৭৮ রান করেন। এছাড়াও অধিনায়ক ধোনি ৫৬, রাহান ৩৬, রাইনা ৩৫, রোহিত ২০, ধাওয়ান ১২, জাদেজা ১২ ও কুমার ১১ রান করেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছে নিউজিল্যান্ডের উইলিয়ামসন।

এ পরাজয়ের ফলে কেবল সিরিজেই পিছিয়ে পড়েনি ভারত সেই সঙ্গে র্যাঙ্কিংয়েও ঘটেছে অবনমন। ১৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে এখন সবার উপরে দক্ষিণ আফ্রিকা। ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজ জিতলে এমনকি ভারত তৃতীয় স্থানেও নেমে যেতে পারে! নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫, ২৮ ও ৩১ জানুয়ারি। সিরিজ জিততে হলে টানা তিন ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই ভারতের কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.