আমাদের কথা খুঁজে নিন

   

ডলফিন হত্যায় মাতোয়ারা তাইজিবাসী!

ডলফিন হত্যার উৎসবে মেতেছে জাপানের ছোট্ট শহর তাইজির বাসিন্দারা। প্রতিবছর এই উৎসবে মাতোয়ারা হয়ে জাপানিরা একদিনে দু'ডজনেরও বেশি ডলফিন হত্যা করে। এ বিষয়ে বহু বিতর্ক-আলোচনা হলেও তা কানেই তুলছেন না শিকারীরা। পরিবেশবিদরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সারা বিশ্বে এ নিয়ে বিতর্কও শুরু হয়েছে।

এ বছর শিকারীরা নতুন পন্থা অবলম্বন করেছেন। লোকচক্ষুর অন্তরলে গিয়ে এই অমানবিক হত্যার কাজ চালানোর জন্য সমুদ্রের ফাঁড়ির কাছাকাছি জায়গা নেয় তারা। ফাঁড়ির কাছে লুকিয়ে লুকিয়ে জাল পাতে ডলফিনদের জন্য। ফাঁদে পড়লেই ডলফিনের শিড়দাঁড়ায় ধারালো ছুরি দিয়ে খোঁচা মেরে হত্যা করে। গোপন ক্যামেরায় তাদের এসব কীর্তি ধরা পড়ে যায়।

ডলফিনের মাংস জাপানিদের খুব প্রিয়। জাপানের তাইজির গ্রামবাসীদের এই হত্যা উৎসব চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। জাপানের প্রশাসনকেও এ বিষয়ে খুব একটা কঠোর হতে দেখা যায়নি। তবে ডলফিন হত্যাকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। সেই আইনকে অগ্রাহ্য করেই চলে এই নির্বিকার হত্যালীলা।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.