আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ার দখলে ইউক্রেনের ডলফিন বাহিনীও

শুধু ক্রিমিয়াই নয়, ইউক্রেনের বিশেষ ডলফিন বাহিনীরও দখল নিয়েছে রাশিয়া। এই বাহিনী সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। সমুদ্রের নিচে লুকিয়ে রাখা মাইন কিংবা শত্রুপক্ষের ডুবুরিদের খুঁজে বের করতে এদের জুড়ি মেলা ভার। সমুদ্র ঘেরা দেশের নিরাপত্তায় এই ধরনের ডলফিন বাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ।

১৯৬০ সালে সাবেক সোভিয়েত রাশিয়া প্রথম এই ধরনের ডলফিন সেনাবাহিনী গড়ে তোলে।

সোভিয়েত শাসনের পতনের পরে ওই সেনার ভার হাতে নেয় কিয়েভ।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, এবার থেকে ক্রিমিয়ার বন্দর-শহর সেভাস্তোপোলে মোতায়েন ডলফিন বাহিনী রাশিয়ার হয়ে কাজ করবে।

এই বিষয়ে কোনও মন্তব্য করেনি ইউক্রেন কর্তৃপক্ষ। তবে ডলফিনদের মতোই প্রশিক্ষণপ্রাপ্ত সিন্ধুঘোটক বাহিনীও রয়েছে ইউক্রেনের। তারা এখন মস্কো না কিয়েভ কার হাতে তা স্পষ্ট নয়।

ইউক্রেন নিয়ে সমস্যা পুরোপুরি না মিটলেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছেন, এই পরিস্থিতি মোটেও ঠাণ্ডা যুদ্ধের মতো নয়। ইউক্রেনকে কেন আমেরিকা এবং ইউরোপের দেশগুলো সমর্থন করছে এ দিন বক্তৃতায় তারও বিশদ ব্যাখ্যা দেন তিনি। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি সাবধান করেন, রাশিয়ার পদক্ষেপ ভুল বার্তা দিচ্ছে গোটা বিশ্বকে।

এদিনই আবার ইউক্রেনকে ২ হাজার ৭০০ কোটি ডলার সাহায্যের কথা ঘোষণা করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। এই সাহায্য পেলেও ইউক্রেন অন্য দেশ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করতে পারবে বলেও আইএমএফ'র তরফে জানানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.