নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম বার্ষিকীতে বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশে গোরখপুরের জনসভায় নতুন এক স্লোগানে এ পরিবর্তন আনার কথা বলেন মোদি।
‘ইন্ডিয়া টুডে’ জানায়, মোদি তার বক্তব্যে সমাজবাদী পার্টির (এসপি) নেতা মুলায়ম সিং যাদবের কড়া সমালোচনা করেছেন। মুলায়ম উন্নয়নের দিক থেকে উত্তর প্রদেশকে গুজরাটের সমপর্যায়ে নিয়ে যেতে সক্ষম নন বলে মন্তব্য করেন তিনি।
জনসভার বক্তব্যে ক্ষমতাসীন কংগ্রেসকেও কড়া ভাষায় কটাক্ষ করেছেন মোদি। গরিবদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসকে এক হাত নিয়ে মোদি বলেছেন, তারা গরিবদের উন্নতি চায় না। আর এ কারণেই একজন চা বিক্রেতার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া তারা মেনে নিতে পারছে না।
কংগ্রেস নরেন্দ্র মোদিকে চা বিক্রেতা হিসেবে বেশ কয়েকবার কটাক্ষ করেছে। বৃহস্পতিবার এরই জবাব দিয়েছেন মোদি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।