ভালোবেসে তোমাকে দিই শিশিরের জল
ভালোবেসে তোমাকে দেই সদ্যফোটা গোলাপ
ভালোবেসে তোমাকে দেই মদির মধুর প্রলাপ
ভালোবেসে তোমাকে করি তবু মিথ্যের ছল।
ভালোবেসে তোমাকে ধন্য হই, বন্য হই
তবু নবান্নের উৎসবে তোমাকে বিমোহিত করি
তোমাকে স্পর্শের আঙিনায় ফোটে শীতেরোদের খই
তোমাকে ভালোবেসে তবু মরার আগে মরি।
তোমাকে ভালোবেসে নিষ্কাসিত হয় রক্তের উত্তাপ
তোমাকে ভালোবেসে তবু হালকা হয় হৃদয়ের দাহ
তোমাকে ভালোবেসে তবু আমাদের কত ব্যর্থ বিলাপ
তোমাকে ভালোবেসে তবু দুরিভূত মানবের মেহ।
তোমাকে ভালোবেসে নিষ্কাষিত করি রক্তের দহন
ভালোবাসা কিছু নয়, কামুকের কামনার রমণ।
২৪.০১.২০১৪
ভালোবাসা কিছু নয়, কামুকের কামনার রমণ //
শাফিক আফতাব
[রক্তের প্রস্রবণে তখন সুবাসের ছড়াছড়ি //
শাফিক আফতাব.....//]
প্রখর উত্তপ্ত উত্তুঙ্গ অঙ্গের বিদ্যুতের ঝলকায়
দেহ ঘিরে গনগনে আগুনের হলকায়, লতোর মতোন
পেচিয়ে গিয়ে তুমি দিতে থাকলে ভালোবাসায়
গুচ্ছ গুচ্ছ ঢক ঢক পুলকের সরবত, অমূল্য রতন।
নিসর্গের বুকে পথ খুঁজে নিয়ে সোজা হাঁটছি বনপথ,
তুমি অনুভবের পুল পার করে দিয়ে চুম্বনে ঢালছো সুধা,
তুমি আদিম ব্যঞ্জনায় হয়ে উঠছো সত্য, অনিবার্য, সতত
আমি এক অক্ষয় মুর্তি হয়ে উঠছি__ প্রেমের পুরোধা।
নির্সগের ঢালুপথে যেতে যেতে তুমি অনুরণন তুলেছো আদিম ভাষার
অকাতরে দিচ্ছ, রক্তের প্রস্রবণে তখন সুবাসের ছড়াছড়ি
পুলকদের চুষে চুষে হচ্ছো এক মানবীশিশু, খুলেছো সমুদ্রের পাড়
হাটা শেষে দিয়ে দিলাম তোমাকে অজস্র মোহর অার কড়ি।
কড়িটুকু পেয়ে ঘুমের আবেশে বনপথে হাঁটা হলো শেষ
তুমি বললে : এত আনন্দ, অনাদী, অনন্ত ; অশেষ।
২৪.০১.২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।