আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে আপাত স্বস্তি

সহিংস বিক্ষোভের পর আপাতত শান্ত রয়েছে ইউক্রেন। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীরা কেউ কারও ওপর শক্তি প্রয়োগ করছে না। বুধবার পুলিশের গুলিতে ও সংঘর্ষে দুই বিক্ষোভকারী মারা যাওয়ার পর প্রেসিডেন্ট ও বিরোধী দলের নেতারা বৃহস্পতিবার বৈঠকে বসেন। তাদের ওই বৈঠকের পর আপাতত শান্ত রয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে বিক্ষোভকারীদের নেতারা বৈঠক করেন। বৈঠকে বিক্ষোভকারীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট। বৈঠকের পর ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে বিক্ষোভকারীদের এক নেতা ওলেহ তিয়াহনবুক জানান, ইয়ানুকোভিচ আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া ও আর কাউকে আটক না করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সরকারবিরোধী অন্যান্য নেতারা বলছেন অন্য কথা। তাদের বক্তব্য, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ফল খুব সামান্যই এসেছে। ইন্ডিপেনডেন্স স্কয়ার শান্ত হলেও উত্তেজনায় পূর্ণ। বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের দেওয়া ব্যারিকেডে আগুন লাগিয়ে দিয়েছে বলে জানান তিনি। খবরে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে প্রতিশ্রুতি দিয়েছেন ইয়ানুকোভিচ। তবে প্রেসিডেন্টের এ প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না বিক্ষোভকারীরা। আল জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.