আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে পোশাক কারখানায় আগুন, আহত ৩০

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন ৩০ শ্রমিক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুর মহল্লায় জেকে গ্রুপের 'জেকে ফেব্রিঙ্ লিমিটেড' কারখানায় এ অগি্নকাণ্ডের ঘটনা ঘটে। জেকে ফেব্রিঙ্রে ইলেকট্রিক ফোরম্যান নাজমুল হক জানান, ঈদের বন্ধের কারণে কারখানায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ চলছিল। পঞ্চম তলায় কাজ করার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আচমকা শর্ট সাকিট হয়ে আগুন ধরে যায়।

তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে তিনিসহ ইলেকট্রিক শ্রমিক আনিছুর রহমান (২৭), আবুবক্কর সিদ্দিক (৩২) , আমীর হোসেন (৩৫) বাবুল মিয়াসহ (২৯) আহত হন ৩০ জন। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তিনি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি তা জানা যায়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.