রাজধানীর রমনা থানায় করা গাড়ি ভাঙচুরের একটি মামলায় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা আসামি আবেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। এ সময় আসামির আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মহসিন মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ৩০ নভেম্বর রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় সুপ্রভাত নামের একটি গাড়িতে আগুন দিলে এক যাত্রী নিহত হন। এ ঘটনার সঙ্গে আসামি আবেদ জড়িত থাকায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। গত শনিবার রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে গ্রেফতার করা হয় তাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।