আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির ঢল

প্রথম দিনের মতো দ্বিতীয় দিন আজ শনিবারও লাখো মুসল্লির ঢল নেমেছে টঙ্গী ইজতেমা ময়দানে। বিশ্ব ইজমেতায় অংশ নিযে বয়ান শুনছেন মুসিল্লরা। শনিবার দ্বিতীয় দিনের শুরুতেই ইজতেমার মূল প্যান্ডেল প্রায় পূর্ণ হয়ে গেছে।

এদিকে দ্বিতীয় দিনে শীত ও বার্ধক্যজনিত কারণে আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার পাকুরিয়া গ্রামের জিয়াদ আলী (৬০), সিরাজগঞ্জের আব্দুল মজিদ (৭০) এবং অজ্ঞাত (৫০)।

শনিবার বাদ ফজর বিশ্ব ইজতেমার মূল মঞ্চের সামনে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জিয়াদ আলীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইজতেমাস্থল পরিদর্শন করেছেন।

ভিন্ন ভাষী মুসল্লিরা নিজ নিজ মাতৃভাষায় বয়ান শুনতে পারছেন।

ইজতেমার মূল প্যান্ডেল ছাড়াও চারপাশের রাস্তায় শুধু মানুষ আর মানুষ। ইজতেমা উপলক্ষে টঙ্গী, উত্তরা, আশুলিয়া, কামারপাড়াসহ মূলপ্যান্ডেলের আশপাশের বাসা বাড়িতে মেহমান হিসেবে অবস্থান করছেন অনেক মুসল্লি।

বিশ্বের প্রায় ৮০টি দেশের তিন হাজারের বেশি বিদেশি মেহমান এরইমধ্যে ইজতেমায় পৌঁছেছেন।

শুক্রবার জুমার নামাজের পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর আলী। বাদ আছর ভারতের মাওলানা যোবায়রুল হাসান, বাদ মাগরিব দিল্লীর মাওলানা সা’দ।

ইজতেমার স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জনকে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

অন্যদিকে রাত ১১টা পর্যন্ত ভেজাল বিরোধী অভিযানে ২৪টি ভ্রাম্যমাণ আদালত ১২টি মামলা করে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন কন্ট্রোল রুম। ইজতেমা ময়দানে বিশেষ অভিযানে কাজ করছে পুলিশের ২০টি টিম। বিভিন্ন ঘটনায় আটক করা হয়েছে ১২জন ছিনতাইকারী ও পকেটমার।

ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের জন্য ৬৫ জোড়া বরকনে নিজেদের নাম রেজিস্ট্রি করেছেন।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ বিশ্ব সম্মেলনে যোগ দিতে ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি, স্কুটার, নৌকা ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা মাঠে আসছেন। বিদেশি মুসল্লিদের আগমনও অব্যাহত রয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.