আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণ ব্যবসায়ীদের পাশে পেতে মরিয়া কংগ্রেস

লোকসভা ভোটে স্বর্ণ ব্যবসায়ীদের পাশে পেতে চায় কংগ্রেস। তাই স্বর্ণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে স্বর্ণের আমদানি শুল্ক কমাতে এবার সরকারের কাছে আবেদন করেছেন খোদ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

অর্থনৈতিক ঘাটতি নিয়ন্ত্রণে বিগত সময়ে সোনার আমদানি শুল্ক দফায় দফায় বাড়িয়েছে কেন্দ্র। বর্তমানে সোনার উপরে ১০ শতাংশ হারে আমদানি শুল্ক নেয় কেন্দ্র।

এর ফলে দেশের অলংকার শিল্প সংকটের মুখে এসে দাঁড়িয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শুল্ক কমানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন তারা। পাশাপাশি কেন্দ্রের শাসক দল কংগ্রেসের কাছেও বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছিল স্বর্ণ ব্যবসায়ীরা।

জানা গেছে, ব্যবসায়ীদের দাবি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে কংগ্রেস। সম্প্রতি বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে আলোচনায় বসেন।

তার পরেও কাজ না হওয়ায় এবার খোদ সোনিয়াই বিষয়টি নিয়ে মাঠে নেমেছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।