আমাদের কথা খুঁজে নিন

   

শুল্ক আদায় সহজ করতে কাস্টমস আইনের সংশোধন

শুল্ক আদায় আরো সহজ করতে কাস্টমস আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রবিবার দুপুরে ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেছেন, শুল্ক আদায় আরো সহজ করতে কাস্টমস আইন সংশোধন করা হচ্ছে। আর এটা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই আইনের প্রয়োগের মাধ্যমে কাস্টমস আদায় পদ্ধতি আরো সহজ ও কম সময়ে হবে।

শুল্ক আইন গ্রাহককে সহজে বুঝানোর ব্যাপারে তিনি বলেন, শুল্ক দাতা যেন কাস্টমস আইন ও ব্যবস্থাপনা সহজে বুঝতে পারে সে জন্য  রাজস্ব প্রদান ও এর আইন-কানুন সহজে বোঝার জন্য কাস্টমস কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হচ্ছে।

এছাড়া কাস্টমস আদায়ে ঝুঁকি কমানো, মালপত্র ক্লিয়ারেন্স, নিরীক্ষা বিভাগও সহজে করা হচ্ছে বলে জানান তিনি।

গত ৫ বছরে রাজস্ব আদায় দ্বিগুণ হয়েছে জানিয়ে মুহিত বলেন, দেশ স্বাধীনের পর সব সরকারের মেয়াদে কাস্টমস আদায় খুড়িয়ে খুড়িয়ে বাড়লে বিগত পাঁচ বছরে এর পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। যা বিগত বিএনপি সরকার মেয়াদের চেয়ে প্রায় দ্বিগুণ।

বাণিজ্য প্রসারে শুল্ক কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সারাবিশ্বে বাণিজ্য প্রসারে বাণিজ্য শুল্ক কমানোর কথা ভাবছে সরকার।

এটা খারাপ নয়, আর অর্থনীতিতেও এর প্রভাব পড়বে না। ’

সেমিনারে অ্যাটর্নি জেনারেল মাহবুব এ আলম বলেন, দেশের ব্যবসায়ীদের ট্যাক্স দেয়ার প্রবণতা প্রায় নেই বললেই চলে। তারা নানা বাহানায় রাজস্ব ফাঁকি দিয়ে থাকেন। আর তাদের সবচেয়ে সুবিধা হয়, যদি কাস্টমস অফিসার বোকা হয়ে থাকেন। আর দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার এটাও একটি বড় কারণ।

তিনি বলেন, রাজস্ব আদায়ে কাস্টমস অফিসারকে অবশ্যই সচেতন ও সৎ হতে হবে। তবেই পুরোপুরিভাবে রাজস্ব আদায় সম্ভব। এছাড়া রাজস্ব ফাঁকি দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে আদালতে সার্বক্ষণিক একজন কাস্টমস অফিসার রাখার প্রতি মত দেন তিনি।

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ১৭৯টি সদস্য দেশে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘যোগাযোগ: অধিকতর সহযোগিতার জন্য তথ্য বিনিময়’।

রাজস্ব বোর্ডের সদস্য মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন- রাজস্ব কমিশনার মাসুদুল কবির, ড. মোহম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.