আমাদের কথা খুঁজে নিন

   

শুল্ক সমস্যা সমাধানে ভারত-বাংলাদেশ বৈঠক

সোমবার থেকে ঢাকায় দুই দিনব্যাপী এই বৈঠক হবে বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।
ভারতের  রাজস্ব সচিব সুমিত বোস এবং বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন নিজ দেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন।
ভারত-বাংলাদেশের জয়েন্ট গ্রুপ অফ কাস্টমসের (জেজিসি) আওতায় এবার নবম দফায় বৈঠকে বসছেন দুই দেশের কর্মকর্তারা।
ভারতের বাজারে অনেক বাংলাদেশি পণ্যের কোটা ‍ও শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ায় যখন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ছে সে রকম একটি সময়ে এ বৈঠক হচ্ছে।
গত অর্থবছরে ভারতে ৫৬ কোটি ৩৯ লাখ ডলার রপ্তানি করে বাংলাদেশ, যা দেশটিতে এ যাবৎকালের সর্বোচ্চ রপ্তানি।
ভারতীয় হাই কমিশন বলছে, বাণিজ্য বাড়তে থাকায় এ সংক্রান্ত অবকাঠামো ও সুযোগ-সুবিধাও বাড়ানো দরকার।
তারা বলেছে, বৈঠকে শুল্ক (কাস্টমস) সংক্রান্ত তথ্য আদান-প্রদানের বিদ্যমান পদ্ধতি এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা পর্যালোচনা করা হবে।
গত বছর এপ্রিলে ভারতের রাজধানী নয়া দিল্লিতে এই বৈঠক হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.