জনসংযোগের উদ্দেশ্যে বিজেপি এখন ডেকে-ডেকে চা খাওয়াচ্ছে পথচলতি মানুষকে। সম্প্রতি বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় এমন দৃশ্য চোখে পড়ছে।
রাহুল গান্ধীর মতো রাজনীতির প্রবেশ পথে রাজকীয় লাল গালিচা পাতা ছিল না নরেন্দ্র মোদীর জন্য। একজন চা বিক্রেতা থেকে আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী পদের দাবিদার। উত্থানটা অনেকটা রূপকথার মতোই।
তার এই চমকপ্রদ জীবনকে তুলে ধরতেই বেঙ্গালুরুতে খোলা হয়েছে 'নরেন্দ্র মোদী চা পয়েন্ট'। কেঙ্গেরি, যশবন্তপুর, হোয়াইট ফিল্ড ইত্যাদি জায়গায় এ ধরনের স্টল খোলা হয়েছে। লোকসভা ভোটের আগে গোটা কর্নাটকে খোলা হবে আরও অনেক স্টল। এক টাকা দিলেই সুগন্ধী ধোঁয়া ওঠা চায়ের কাপ তুলে দেওয়া হচ্ছে ক্রেতার হাতে। চা খেতে খেতে চোখে পড়বে টিভিতে চলছে নরেন্দ্র মোদীর ভাষণের রেকর্ড।
সঙ্গে তার বর্ণময় জীবনের টুকরো টুকরো ছবি।
দলের রাজ্য মিডিয়া আহ্বায়ক এস প্রকাশ বললেন, এ আয়োজনের কারণে আমরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলতে পারছি। জেনে নিচ্ছি তাদের প্রত্যাশা। আসলে এতো ভালো সাড়া পাবো আশা করিনি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।