দিল্লিতে নতুন করে নির্বাচনের দাবি তুলেছে বিজেপি। দিল্লির বর্ষীয়ান বিজেপি নেতা হর্ষবর্ধন বলেন, ‘কেজরিওয়াল যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিলেন তা এই কদিনেই পরিস্কার হয়ে গেছে। দিল্লিতে ফের নির্বাচন প্রয়োজন। ’ অন্য এক বিজেপি নেতা আরপি সিং অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেন, ‘প্রতিশ্রুতি মতো কাজ করতে না পেরেই ইস্তফা দিয়েছেন তিনি। ’
আপের বহিষ্কৃত বিদ্রোহী নেতা বিনোদ কুমার বিন্নি ফের ক্ষোভ উগড়ে দেন আপের বিরুদ্ধে।
তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল কখনও চাননি জনলোকপাল বিল পাস হোক। জনলোকপাল ইস্যুতে তৈরি রাজনীতিকে জিইয়ে রাখতে চেয়েছিল আপ। যদি তারা এ বিষয়ে বদ্ধপরিকর হত, তবে এর জন্য চাপ সৃষ্টি করত। এই নাটকটাই চেয়েছিল আম আদমি পার্টি। ’
এদিকে, বিন্নির কথায় তাঁর বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত মিলেছে।
বিজেপি নিজের নীতি পরিস্কার করলে তিনি সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন।
অন্যদিকে, লোকসভা ভোটের সময়ে দিল্লিতে ফের নির্বাচন হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
দিল্লি বিধানসভা ভেঙে দেওয়ার জন্য উপরাজ্যপাল নাজীব জংকে অনুরোধ করেন অরবিন্দ কেজরইওয়াল। তিনি বলেন, ‘আমরা দেশকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছি। ’ আপ নেতা প্রশান্ত ভূষণ বলেন, ‘যদি কোনো দল তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গঠন করতে আগ্রহী হয়, তবে উপরাজ্যপাল তাদের সুযোগ দেবেন।
কিন্তু, বিজেপি বা কংগ্রেস কেউ এগিয়ে না আসলে, আর কোনও বিকল্প পথ থাকবে না। ’
শনিবারের মধ্যেই দিল্লির উপ-রাজ্যপাল নাজীব জং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে কেজরিওয়ালের পতদ্যাগ সংক্রান্ত রিপোর্ট পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়াল রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন- এমন খবরও রটেছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।