শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে একমাত্র প্রার্থী হওয়ায় বাছাইয়ের পর মঙ্গলবারই বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন।
ওই দিনই নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তাকে স্বীকৃতি দিয়ে গেজেটও প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশনার আবু হাফিজ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইঙ্গিত দিয়েছেন।
তাহলে বর্তমান স্পিকার শিরীন শারমিন নির্বাচিত সংসদ সদস্য হয়েই আগামী বুধবার শুরু হতে যাওয়া সংসদে আসন নেবেন এবং পরবর্তী স্পিকার পদে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা থাকবে না।
বিএনপিবিহীন দশম সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দল মঙ্গলবার বৈঠকে বসছে এবং ওই সভায়ই স্পিকার মনোনয়ন দেয়া হবে।
পরবর্তী স্পিকার পদে যাদের নাম আলোচনায় রয়েছে, তার মধ্যে দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিনের নামও রয়েছে।
আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর নবম সংসদে সংরক্ষিত নারী আসনের এই সদস্য স্পিকার নির্বাচিত হন।
এবার চেয়েও সরাসরি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি শিরীন শারমিন। নোয়াখালীর এই মেয়ে পরে সংরক্ষিত আসনে প্রার্থী হতে আবেদন করেছেন। তবে সেই নির্বাচন সংসদ শুরুর আগে হচ্ছে না।
সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচনের বিধান থাকায় শিরীন শারমিনের স্পিকারের পদে থাকার সুযোগ দূরে সরে যাচ্ছিল।
এর মধ্যেই দুটি আসনে বিজয়ী আওয়ামী লীগ সভানেত্রী পীরগঞ্জেরটি ছেড়ে দিলে সেখানে প্রার্থী করা হয় শিরীন শারমিনকে। সেখানে ভোটগ্রহণের তারিখ ২০ ফেব্রুয়ারি নির্ধারিত থাকলেও আর কোনো প্রার্থী না থাকায় আগেই ইসির ছাড়পত্র পাচ্ছেন তিনি।
আবু হাফিজ বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত সময় মঙ্গলবার বিকাল ৫টা পার হলেই অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন রিটার্নিং কর্মকর্তা। এরপরই নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করবে ইসি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ইতোমধ্যে বলেছেন, আর কোনো প্রার্থী না থাকলে আর শিরীন শারমিনের কাগজপত্র ঠিক থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
অতীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার হওয়ার পর বিনাপ্রতিদ্বন্দ্বীদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নজির থাকলেও শিরীন শারমিনের জন্য কোনো ধরনের তড়িঘড়ি করা হচ্ছে না বলে দাবি করেন আবু হাফিজ।
আইনের বিষয় তুলে ধরে তিনি বলেন, একই আসনে একাধিক প্রার্থী থাকলে বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পায় প্রার্থীরা। এক্ষেত্রে ন্যূনতম তিনদিন সময় দেয়া হয়।
“যেহেতু একমাত্র প্রার্থী (শিরীন শারমিন) তা প্রত্যাহার করবেন না, সেজন্য এবার তার প্রয়োজন নেই। একক প্রার্থী থাকলে ততদিন পর্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়বে না।
”
বিদায়ী স্পিকারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়ও ব্যতিক্রম দেখছেন না নির্বাচন কমিশনার হাফিজ।
এক সংসদ সদস্যকে শপথ পড়াচ্ছেন শিরীন শারমিন চৌধুরী
শিরিন শারমিনের পুনরায় স্পিকারের হওয়ার আলোচনার মধ্যে আবু হাফিজ আরো বলেন, “আমরা দ্রুত গেজেট করে ফেলব।
পরদিন সংসদের অধিবেশন রয়েছে, যাতে তিনি শপথ নিয়েই অধিবেশনে ফিরতে পারেন, সে বিষয়টিও দেখতে হবে। ”
নির্বাচন কমিশন গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। স্পিকার হিসেবে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন শিরীন শারমিন। তবে সংসদ সদস্য হিসেবে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করে আনুষ্ঠানিকতা সারবেন। স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি।
গত নবম জাতীয় সংসদে প্রথমবারের মতো আইনসভায় আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।