আমাদের কথা খুঁজে নিন

   

সাংসদ হিসাবে শপথ নিলেন শিরীন শারমিন

বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কক্ষে নিজেই শপথ নেন রংপুরের উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসা এই সাংসদ, গত সংসদে যিনি এসেছিলেন সংরক্ষিত আসনের সাংসদ হিসাবে।

সাংসদ হিসাবে শপথবাক্য পড়ে শপথনামায় সই করেন স্পিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই তার শপথ হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের মনোনয়ন পাওয়ায় ইতোমধ্যে দ্বিতীয় দফায় স্পিকার হওয়ার পথে রয়েছেন শিরীন শারমিন, যিনি এই দায়িত্বে দেশের প্রথম নারী।

নিয়ম অনুযায়ী, সন্ধ্যায় দশম সংসদের প্রথম অধিবেশনেই নতুন স্পিকার নির্বাচন হবে। আর সব কিছু ঠিক থাকলে বুধবারই নতুন স্পিকার হিসাবে শপথ নিতে পারেন নোয়াখালীর মেয়ে শিরীন শারমিন।

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবং দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্যের ভোট দেয়ার সুযোগ না থাকায় শিরীন শারমিনের স্পিকার নির্বাচিত হওয়ায় কোনো বাধা নেই।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।