আমাদের কথা খুঁজে নিন

   

যৌথবাহিনী ‘রক্ষী ও মুজিব বাহিনীতে’ পরিণত হয়েছে: খসরু

বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপি কার্যালয়ের সামনে ১৯ দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপর্সনের উপদেষ্টা খসরু বলেন, “যৌথবাহিনী এখন মুজিববাহিনী, রক্ষীবাহিনীতে পরিণত হয়েছে, যা স্বাধীনতার পর আমরা দেখেছিলাম। তখনও জনগণ তাদের মানেনি। ”

গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার মাধ্যমে ‘অনির্বাচিত’ সাংসদরা বুধবার সংসদে বসছে মন্তব্য করে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “অবৈধ সরকারের পতনের জন্য চট্টগ্রাম থেকেই নতুন করে আন্দোলন শুরু হবে।

সমাবেশের আগে নগরীর বিভিন্ন স্থান থেকে কালো পতাকা নিয়ে দলীয় কার্যালয়ে আসেন ১৯ দলের নেতাকর্মীরা। তবে সমাবেশের পর আর কোনো মিছিল হয়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন সমাবেশে বলেন, “আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলতে পারে না। ”

বিএনপিকে জামায়াত ছাড়ার যে আহ্বান আওয়ামী লীগ নেতারা জানিয়ে আসছেন তারও সমালোচনা করেন বুধবার সকালে জামিনে কারামুক্ত এই নেতা।

তিনি বলেন, “আওয়ামী লীগের মুখে এসব কথা মানায় না।

২১ বছর পর জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ” 

অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ সমাবেশে বক্তব্য দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।