জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আ.স.ম আব্দুর রব বলেছেন, র্যাব-বিজিবি ও যৌথ বাহিনী দিয়ে দেশে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না তেমনি মানুষের উপর অত্যাচার, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়েও গণতন্ত্র রক্ষা করা যায় না। গনতন্ত্র প্রতিষ্ঠাতা করতে হলে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, ভোট বিহীন নির্বাচন, ভোট কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই করে এ সরকার জনগণের গণতানি্ত্রক অধিকার হরন করেছে। বিজিবি, র্যাব ও যৌথবাহিনী দিয়ে স্বৈরতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ করে আমরা মানুষের যে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছিলাম এখন তা ভুলুণ্ঠিত হচ্ছে।
আ.সম. রব প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এখন শুধু আপনি একাই কথা বলেন, আর কাউকে কথা বলতে দেন না। সকলের মুখে তালা লাগিয়ে দিয়েছেন। এর পরিণতি ভয়াবহ হবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে ১৫৩টি আসনের ভোটার কেন ভোট দিতে পারেননি? ভোট বিহীন নির্বাচন মানুষের বুকে যে কালো দাগ ফেলে দিয়েছে সে দাগ আপনি কেমনে মুছবেন?
তিনি বলেন, মানুষ মাত্রই ভুল করতেই পারে। কিন্তু এখনও সময় আছে জনগণের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান-সেই সাথে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিন।
আজ বিকেলে উল্লাপাড়া শহীদ মিনার চত্ত্বরে উল্লাপাড়ার শ্রমিক নেতা ও জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামছুল ইসলাম সেলিমের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে সেলিম স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
সেলিম স্মৃতি পরিষদের সভাপতি গাজী স ম আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাসদের সম্পাদক আব্দুল মালেক রতন, সাবেক এমপি আব্দুল হামিদ তালুকদার, সাবেক এমপি এ্যাড. সামছুল আলম, সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি আব্দুল হাই, উউল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, বিশষ্টি আইনজীবী ছানোয়ার হোসেন তালুকদার, জাসদ নেতা আব্দুস ছালাম ও সেলিম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদত্ হোসেন খোকন প্রমুখ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।