আমাদের কথা খুঁজে নিন

   

শান্তি না ফেরা পর্যন্ত সাতক্ষীরায় থাকবে যৌথবাহিনী: শান্তির কন্যা প্রধানমন্ত্রী হাসিনা



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “যতদিন না শান্তি ফিরে আসবে ততদিন সাতক্ষীরায় যৌথবাহিনী থাকবে। ” সাতক্ষীরাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সোমবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিককালে বিএনপি-জামায়াত-শিবিরের সহিংসতায় নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “খুন-খারাবি করে, রাস্তা বন্ধ করে, জ্বালাও-পোড়াও করে আন্দোলন হয় না।

এটা আন্দোলন না। এটা আন্দোলনের নামে নাশকতা। ”

এর আগে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরায় পৌঁছান শেখ হাসিনা। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

প্রকল্পগুলো হলো- আশাশুনি উপজেলায় নির্মিত এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়কে নির্মিত সাতটি কালভার্ট, কপোতাক্ষ নদ পুনঃখনন ও পাখিমারা বিলে টিআরএমর কাজ, সাতক্ষীরা সরকারি কলেজে নির্মিত একাডেমিক কাম-পরীক্ষা হল, খারহাট, নাংলা ও তুলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার উদ্বোধন করবেন।


সূত্র : Click This Link
ধন্যবাদ গনতন্রের মানসকন্যা। আপনি আপনার মিশন চালিয়ে যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.