আমি পূর্ণয় আজকাল অনেক মেয়ে লিখছে, " আমাদের জামা কাপড় নিয়ে প্রশ্ন তুলবেন না, বরং ছেলেরা তার মন মানসিকতা ঠিক করুন "
আবার অনেক ছেলেরা লিখছে, " মেয়েরা পর্দা করে না বলেই ধর্ষণের ঘটনা ঘটছে। "
ধরে নিলাম ছেলেরা তারা ঠিক বলছে। মেয়েদের আসলেও পর্দাশীল হউয়া উচিত। কারণ "মেয়েদের আসল সৌন্দর্য আবরণে নগ্নতায় নয়। " এছাড়াও মেয়েদের পর্দার ব্যপারে ইসলামে নির্দেশ দেয়া আছে।
আর যারা অন্যান্য ধর্মের মানুষ তাদের জন্যও পর্দা গুরুত্তপূর্ন, তা অন্তত আজকাল সমাজের মুল্যবোধের এই অবক্ষয় থেকে বুঝা উচিত। তাই ছেলেদের কথা অনুযায়ী মেয়েরা পর্দা করলেই সকল সমস্যার সমাধান হবে। ব্যস।
আসুন এখন একটু ধরে নিই যে আমাদের এই সমাজের সকল মেয়ে পর্দা করছে। সমাজের কোন মেয়েই এখন আর পর্দা না করে বাহিরে বের হয় না।
কিন্তু তখনও যদি ধর্ষণের ঘটনা ঘটে তখন কি হবে ? তখন ছেলেদের কি বলার থাকবে ? তখন কার দোষ হবে ? নিশ্চয়ই একজন ছেলে হিসেবে আপনি এখন আমাকে জোড়ে সোরেই উত্তর দিবেন "তখন অবশ্যই ছেলদের দোষ" কিন্তু আপনি যে তখন ছেলেদের দোষ বলবেন তার কি গ্যারান্টি আছে ? আমার তো সন্দেহ হয় আপনি তখনও মেয়েদের দোষ দিবেন। তখন হয়ত বলবেন " আজকাল কার মেয়েরা পর্দা করে ঠিকই কিন্তু তারা ছেলেদের দেখলেই এমন কিছু একটা করে যাতে ছেলেরা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না"
আপনি বলতে পারেন আমি ভুল সন্দেহ করছি। কিন্তু দেখুন এই পর্দাহীন সমাজে আপনি মেয়েদের ভুল ধরছেন। কিন্তু একবারও তো নিজের দোষ ধরলেন না। আপনি এখন নিশ্চই বলবেন আমার আবার দোষ কই ? জী ভাই আপনার মানে ছেলেদেরও কিছু দোষ রয়েছে।
সেটা হল অশ্লীল চর্চার দোষ। মেয়েদের এই পর্দাহীন সমাজে যেখানে মেয়েদেরই শুধু দোষ সেখানে একজন পুরুষ হিসেবে আপনি নিজে কি অশ্লীল চর্চা করেন নাই ? আপনি বলুন আপনি মুখে যত বড় কথাই বলেন না কেন আপনি কি দেশী বিদেশী পর্ণ সাইট গুলোতে পর্ণ দেখেন না ? বলুন আপনি কি বন্ধুদের কাছে ল্যাটেস্ট পর্ণের সিডি চান না বা সিডি কিনেন না ? বলুন কখনও কি আপনি পর্ণ দেখে দেখে হস্ত মৌথনে লিপ্ত হন না ? বলুন আপনি কি মাসে মাসে দেশী নতুন এমএমএস গুলো কি গুগলে সার্চ করেন না ? বলুন আপনি কি মেয়েদের সাথে পরিচিত হউয়ার জন্য আপনার বন্ধুর কাছে আপনার বন্ধুকে অনুরোধ করেন নাই কখনও ? বলুন মেয়েদের ফোনে পটানোর বিশেষ ক্ষমতা আপনার আছে এই ডাইলগ কি কখনও ফ্রেন্ড দের মারে না ? অবশ্যই উপরের কাজ গুলো আপনি করেন। কিন্তু আপনি নিজের দোষ গুলো মেয়েদের পর্দার দোষ দিয়ে ঢাকার চেষ্টা করেন। ভাই মেয়েরা যদি পর্দাও করে তাতেও কোন লাভ হবে না যদি না আপনি আপনার নিজের মনকে পবিত্র করতে পারেন। কথায় কথায় মেয়দের পর্দার দোষ দিয়ে কি হবে বলেন ? এই সমাজের শক্ত ও বলিষ্ঠ দেহের অধিকারী তো ছেলেরা।
এই সমাজের সকল শক্ত কর্মকান্ডের বাহক তো ছেলেরা। এখন ছেলেরা যদি বলে মেয়েদের পর্দার কারণের ধর্ষণ হয় তাহলে অবশ্যই ছেলেরা নিজেরদের দোষ ঢাকছে। মেয়েদের পর্দা অবশ্যই দরকার কিন্তু ছেলেদেরও নিজেদের মনের পবিত্রতা দরকার। এক হাতে তালি বাজে না। তাই পর্দার কথা বলে শুধু মেয়েদের হাত কাটা হবে আর ছেলেরা তালি বাজানোর চেষ্টা করেই যাবে তাতো ভুল ? আপনি ফেসবুকে দেখেন হাজার হাজার ফেইক প্রোফাইল যেখানে আছে অজস্র মেয়েদের আজে বাজে ছবি, শত শত ফ্যান পেইজ যেখানে আছে শত শত মেয়েদের বাজে ছবি।
এক একটা পেইজে ছেলে দের কমেন্ট এত বাজে যা বলার ভাষা নাই। কই সেখানে তো কোন মেয়ে অশ্লীলতা করে না ? এখন মেয়েরা পর্দা করে নাই দেইখা ছেলেরা মেয়েদের নগ্নতা নয়ে উল্লাস করবে আর ধর্ষণের ঘটনা ঘটলে বলবে মেয়েদের দোষ। আসলে মেয়ে ছেলের যুক্তি তর্কে মাঝে মাঝে আমরা ভুলেই যাই যে আমরা মানুষ। তাই মানুষ হিসেবে আমাদের এমন কোন যেকোন কাজ থেকেই বিরত থাকা উচিত যা অন্য মানুষের জন্য ক্ষতিকর। কারণ মেয়ের দোষ আর ছেলের দোষ যাই আমরা বলি না কেন কুকুর জাতি, বিড়াল জাতি রা কিন্তু বলে "মানব্জাতির দোষ"
তাই মেয়েদের পর্দা করা উচিত।
আর ছেলেদের অশ্লীল চর্চা বর্জন করা উচিত। তাহলেই হয়ত সমাজের কলুষতার মাত্রা কমতে শুরু করবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।