আমি কিছু বলছিনা। তার মানে এইনা আমার কিছু বলার নেই।
গত বছর ২টি গল্প সংকলনের কাজে হাত দিয়েছিলাম। ভেবেছিলাম গত বছরের বইমেলাতেই প্রকাশ করতে পারব। কিন্তু বিভিন্ন ঝামেলায় আর করা হয়নি।
আল্লাহর রহমতে এখন বই দু'টি ছাপাখানায় ছাপার কাজ চলছে। আমি প্রায়ই দেখেছি অনেকেই ব্লগে বা বিভিন্ন মাধ্যমে সুন্দর সুন্দর লেখা লিখেন। কিন্তু তাদের অধিকাংশই কখনই পেশাদার লেখক হয়ে ওঠেননা। ফলত দেখা যায় এই সব হঠাৎ করে লিখা সুন্দর লেখাটা একসময় হারিয়ে যায়। এধরনের গল্পগুলোকেই একত্র করে আমি আমার নিজের প্রকাশনী "পাঠক প্রকাশনী" থেকে একটি ধারাবাহিক সংকলন প্রকাশ করার পরিকল্পনা করেছি।
এখন এক সাথে ধারাবাহিকের প্রথম ২টি বই ছাপার কাজ চলছে। লেখাগুলো আমি নিজেই বাছাই এবং সম্পাদনা করেছি। ধারাবাহিকটির নাম দেয়া হয়েছে "বাংলা ভাষার গল্প সংকলনের অনিঃশেষ ধারাবাহিক- আমাদের গল্প"। . যেহেতু এই ধারাবাহিকটি অনির্দিষ্টকাল পর্যন্ত প্রকাশ করার, (সম্ভব হলে বাংলাভাষার অস্তিত্ব যতদিন আছে ততদিন) পরিকল্পনা আছে তাই এর নাম দিয়েছি "অনিঃশেষ ধারাবাহিক"। .যে কেউ চাইলে এই ধারাবাহিকে লেখা অর্ন্তভুক্ত করতে পারেন।
সে জন্য https://www.facebook.com/BanglaVasharGolpo এই পাতায় গিয়ে লেখাটা ইনবক্সে দিতে হবে। এ মধ্য থেকে বাছাইকৃত লেখাগুলো পাঠক মতামতের জন্য এই পাতায় প্রকাশ করা হবে এবং পাঠক পছন্দের প্রধান্য এবং আমাদের বাছাইয়ের পর প্রকাশ করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।