আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা পারভেজ গুম নিয়ে প

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভূইয়া পারভেজ গুমের ঘটনায় তার স্ত্রী সোহানা আক্তারের করা মামলাটি ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের একটি অংশ। গতকাল দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির বলেন, নারায়ণগঞ্জে স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যায় আন্দোলনকারীদের এ হত্যা মামলায় আসামি করা হয়েছে যাতে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, ওসমান পরিবারের দ্বারা প্রভাবিত হয়ে পারভেজ গুম মামলায় বাদী বিভিন্ন জনকে আসামি করেছেন। এদিকে সংবাদ সম্মেলন নিয়ে গুম হওয়া পারভেজের স্ত্রী সোহানা আক্তার ও জেলা যুবলীগের অপর একটি অংশ তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। গুম হওয়া পারভেজের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বাংলাদেশ প্রতিদিনকে জানান, ওই সংবাদ সম্মেলকারীদের কয়েকজন পারভেজকে হত্যার হুমকি দেয়। পরে তাদের নির্দেশে পারভেজের ওপর হামলা করে সন্ত্রাসীরা।

এক পর্যায়ে পুলিশ এসে আহত পারভেজকে উদ্ধার করে। এর কিছুদিন পরই পারভেজকে আমার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের স্বীকার করে জানান, পারভেজকে শহীদ মিনারে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

দুপুরের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষকলীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, সিটি মেয়র আইভীর ভাই আলী রেজা রিপন, পারভেজ গুম মামলায় গ্রেফতারকৃত আসামি আবু সুফিয়ানের বাবা আবু সাঈদ চুন্নু মাষ্টার, গ্রেফতারকৃত সাখওয়াতের ভাই আনোয়ার হোসেন ও গ্রেফতারকৃত কমলের ভাই শামীম প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.