২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সফলতার কথা তুলে ধরে শনিবার এই বছরের একুশের গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি।
বর্তমানে জাতিসংঘে ছয়টি ভাষা দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত, এগুলো হল- ইংরেজি, চীনা, আরবি, স্পেনিশ, ফ্রেঞ্চ ও রুশ।
শেখ হাসিনা বলেন, “বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার উদ্যোগ নিয়েছি। কিছু সমস্যা আছে। তারপরও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
”
এই প্রসঙ্গে জাতিসংঘে বাংলায় দেয়া বঙ্গবন্ধুর ভাষণের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “তার ধারাবাহিকতায় আমিও জাতিসংঘে যতবার বক্তৃতা দিয়েছি, বাংলায় দিয়েছি। ”
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হওয়া গ্রন্থমেলা ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিজুড়ে চলবে।
সরকার জাতীয় গ্রন্থ নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “লেখক-প্রকাশকদের ব্যাপারে সরকার আন্তরিক। প্রকাশকদের সহজ শর্তে ঋণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ”
বাংলাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে বিদেশি ভাষায় বাংলা সাহিত্যের অনুবাদের জন্যও লেখকদের প্রতি আহ্বানও জানান তিনি।
বরাবর বাংলা একাডেমী প্রাঙ্গণে গ্রন্থমেলা হলেও এবার তা পাশের সোহরাওয়ার্দী উদ্যানেও সম্প্রসারিত হয়েছে।
এই বিষয়ে শেখ হাসিনা বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা করা নিয়ে মত-দ্বিমত থাকতে পারে। তবে সোহরাওয়ার্দী উদ্যানের একটা ঐতিহাসিক মূল্য আছে। ”
এই বলে ১৯৭১ সালের ৭ মার্চ এই উদ্যানে দেয়া বঙ্গবন্ধুর ভাষণ এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের কথা তুলে ধরেন তিনি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও জোর দেন তিনি।
ফাইল ছবি
উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মেলার কয়েকটি স্টল পরিদর্শন করেন। এরপরই মেলা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলা একাডেমী জানিয়েছে, ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
ছুটির দিন খুলবে সকাল ১১টায়। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় মেলার ফটক খুলবে।
বাংলা একাডেমী পুরস্কার প্রদান
সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য নয়টি শাখায় ১১ জনের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার মেলার উদ্বোধন অনুষ্ঠানেই এই পুরস্কার দেয়া হয়।
কবিতায় হেলাল হাফিজ, কথাসাহিত্যে পূরবী বসু, প্রবন্ধে মফিদুল হক, গবেষণায় জামিল চৌধুরী ও প্রভাংশু ত্রিপুরা, অনুবাদে কায়সার হক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুণ হাবীব, আত্মজীবনী/ স্মৃতি কথা/ ভ্রমণ কাহিনীতে মাহফুজুর রহমান, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে শহীদুল ইসলাম এবং শিশু সাহিত্যে কাইজার চৌধুরী ও আসলাম সানী এবছর পুরস্কার পেয়েছেন।
পুরস্কারপ্রাপ্তদের হাতে এক লাখ টাকার চেক, একটি করে শুভেচ্ছা স্মারক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এদের মধ্যে পূরবী বসু ও মাহফুজুর রহমান দেশের বাইরে থাকায় তারা অনুষ্ঠানে আসতে পারেননি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে সম্মানসূচক বাংলা একাডেমী ফেলোশিপ দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।