আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলা নির্বাচনে ৩৯২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৩৯২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার।

আজ নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় চারজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমোদন দেয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ৪০টি জেলার ৯৮টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৮ জানুয়ারি নির্বাচন কমিশন প্রতিটিতে চারজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহণের পরের দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া ভোট গ্রহণের দুইদিন আগে ১৭ ফেব্রুয়ারি থেকে ভোট গ্রহণের পর দিন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটিতে তিন জন করে দায়িত্ব পালন করবেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.