এ প্রসঙ্গে নির্মাতা পলাশ গ্লিটজকে বলেন, “ ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলন ও তার পাল্টা আন্দোলন হিসেবে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে রাজনীতির ময়দান ছিল উত্তপ্ত। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতিকদের অবস্থান ও গণমানুষের প্রতিক্রিয়া নিয়ে নির্মিত হয়েছে এ তথ্যচিত্র। এ তথ্যচিত্রে ওই দুই আন্দোলন নিয়ে অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে।”
পলাশ আরও জানান, ৫৩ মিনিট দৈর্ঘ্যরে এ প্রামাণ্যচিত্রের জন্য সাক্ষাৎকার দিয়েছেন ওই আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের বিশিষ্টজন। তাাঁদের মধ্যে রয়েছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নারী নেত্রী শিরিন আক্তার এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আরও আছেন ব্লগার ও গণজাগরণ মঞ্চ সংগঠক আরিফ জেবতিক, মারুফ রসুল, ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চ সংগঠক লাকি আক্তার এবং সংবাদকর্মী হাসানুল কাদির। এছাড়াও আছে, হেফাজত ইসলমের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মহিউদ্দিন ইকরাম, হেফাজত ইসলামের ঢাকা মহানগর কমিটির প্রচার বিভাগের আহলুল্লাহ ওয়াসেল, সহ-সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদসহ আরও অনেকের সাক্ষাৎকার।
একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স ও অনুষ্ঠান বিভাগের পরিকল্পনায় নির্মিত হয়েছে ‘হেফাজতনামা’। প্রামাণ্যচিত্রটি মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০মিনিটে একাত্তর টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন পলাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।