আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে দুর্নীতি : ইইউ

ইউরোপের বিভিন্ন দেশে দুর্নীতির ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার। এতে আরও বলা হয়েছে, এই মাত্রা উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ইউরোপীয় অর্থনীতিতে এই দুর্নীতির পরিমাণ অর্থে ১৬২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। সুইডিশ একটি পত্রিকায় প্রকাশিত নিবন্ধে কমিশনার সেসিলিয়া মোলস্ট্রম বলেন, দুর্নীতির কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে এমন এক পরিবেশের সৃষ্টি হচ্ছে যে সংগঠিত অপরাধীচক্র গড়ে উঠতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য রাষ্ট্র থেকে প্রায় দুই বছরব্যাপী তথ্য সংগ্রহ করার পর এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। এ ছাড়া বড় ধরনের দুটি জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, উত্তরদাতাদের মধ্যে তিন-চতুর্থাংশ মনে করছেন দুর্নীতিই দেশের মূল সমস্যা। জরিপে প্রতি ১০ জন ব্যবসায়ীর মধ্যে চারজনই মনে করেন দুর্নীতির কারণে তারা ভালোভাবে ব্যবসা করতে পারছেন না। সুইডেনের গোয়েটেবর-পস্টেন সংবাদপত্রের এক নিবন্ধে সিসিলিয়া মোল্মস্ট্রম জানান, দুর্নীতির ফলে ইউরোপীয় ইউনিয়নে প্রতি বছর প্রায় সাড়ে ১৬ হাজার কোটি ডলার অপচয় হয়। বিবিসি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.