আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে
সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অফিস, পুরান ঢাকা টু উত্তরা প্রতিদিনের আসা যাওয়া। কখনো প্রচুর ভিড় , রাস্তার জ্যম অথবা সকালের তীব্র শীত উপেক্ষা করে অফিসে আসা , সকাল থেকেই সাপ্লাইয়ারের সাথে বাক বিতণ্ডা , ফ্যক্টরীর সাথে বক বক আবার কখনো বা বিদেশী বায়ার দের দের সাথে কথোপকথন আবার অফিসের বস দের সাথে মিটিং সারাক্ষন শুধু অসীম ব্যস্ততা । এর মধ্যে আসে আত্মীয় স্বজন , বন্ধু বান্ধবদের সাথে ফোনে আলাপচারিতা তো আছেই ।
তার ওপর আসে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ব্যপার যেমন – আমাদের মোবাইল ফোন কোম্পানীর কাস্টমার কেয়ারের ফোন !! তারা কখনো কখনো শোনায় গান, কখনো কবিতা আর কখনো কখনো সুরেলা কন্ঠী মেয়ের আহাল্লাদী কথা , “ আপনি কি বন্ধু খুজছেন ? আমি মর্জিনা !! আমাকে বন্ধু হিসাবে পেতে ডায়াল করুন ৩৪৪৩ নম্বরে !! কি আজগুবি ব্যপার এটা । ধরুন আমার বাবা অথবা নানা র কাছে এই কল টি গেল সে কি করবে ?? অথবা দেশের কোন ভি আই পি লোকের কাছে গেল এই ফোন টি তখন সে কি করবে ?
আমার মনে হয় এই সকল ব্যপার টি “এয়ারটেলের” মাকেটিং ডিভিশন নজরে আনা উচিত।
এবার আসি বাস্তবিক ঘটনায় নিন্ম লিখিত এস। এম। এস টি যদি কার সদ্য বিবাহিত বউ দেখে তাহলে কেমন হবে ? যেটা আমার মোবাইলে প্রায় ই আসে ।
অতএব আমার মনে হয় অনেক অনেক ইনফরমেটিভ অথবা কাজের বিষয় আছে যেগুলো নিয়েই উচিৎ “এয়ারটেলের” মাকেটিং প্রোমশন চালানো তাতে সবার ই উপকার হবে । তা না হলে অচিরেই মান হানি মামলা খেতে হবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।