আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রা আর সার্কাসের নামে চলে ল্যাংটা নাচ!



বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলা শহরগুলোতে বিভিন্ন মেলা বসে! যেখানে যাত্রা এবং সার্কাসের নামে চলে ল্যাংটা নাচ!শুনেছিলাম-- দেখা হয়নি! দিনাজপুরের চেরাডাঙ্গী নামক জায়গায় চেরাডাঙ্গী মেলা নামে এই রকম একটা মেলা বসে এবং এক মাস ধরে চলে! যেটা এবছর আবার বসেছে শুনলাম! বিশাল জায়গা নিয়ে এই মেলা বসে।গতবার কাজিনদের পাল্লায় পড়ে এই মেলাতে যাই! উদ্দেশ্য ল্যাংটা নাচ নয় মেলা দেখা!এরপর-
>চরকিতে (নাগরদোলা ) ঊঠি! যে জায়গায় চরকি বসেছে তার চারপাশেই রয়েছে কমপক্ষে ৪টা যাত্রা এবং সার্কাসের ঘর!
>আমাদের চরকি দোলা শেষ!যেটাতে আমরা বসে আছি সেটা ঠিক মাথার উপরে! অন্যদের নামাচ্ছে তাই!
>এর-ই মধ্যে সোজাসুজি সামনে যে সার্কাসের ঘরটি ছিলো- তা থেকে বেজে ঊঠছে সুড়সুড়ি মার্কা গান!
>আর সেই ঘরের ফাঁকফোকর দিয়ে যা দেখলাম- রঙ- চং মাখা অর্ধ নগ্ন নারীরা নেচে চলছে আর ঢলে ঢলে তাদের সামনে থাকা দর্শকদের গায়ে পড়ছে-!
> সুযোগের ব্যাবহার করে দর্শকও তাদের ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে!
>দিন দুপুরেই চলছে এইসব নোংরামি !
>আর রাতের বেলা তো না কি চলে- পুরাই- খুল্লাম - খুল্লাম ...!
>দিনে তো আছেই রাতে এখানে গাড়ির লাইন পড়ে যায়- মানে বুঝতেই পারছেন- শুধু নিম্ন শ্রেনী নয় উচ্চ পর্যায়ের লোকজন ও এখানে যায়-!
** এবং সত্যি ঘটনা হলো- প্রশাসন এর নাকের ডগায় এবং তাদের সহ বড় বড় নেতাদের সম্মতিতেই এসব চলে! তাই কোন কমপ্লিন করেও লাভ হয় না! এবং এখানে প্রতিবার খুনের ঘটনাও ঘটে!
** সার্কাস মানে আমরা বিভিন্ন পশুদের দিয়ে মানুষের নানারকম খেলা জানতাম বা টিভিতে দেখতাম- এখন এই ল্যাংটা নাচ যদি হয় সার্কাসের আসল উদ্দেশ্য তাহলে কি আর বলা যায়--? আবার কোন প্রতিকার নেই- প্রশাসন চুপ!তাহলে এইসব নোংরামি থেকে বের হওয়ার উপায় ও নেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।