বুধবার সন্ধ্যায় বানেশ্বর ইউনিয়নে এ হামলায় আহত হন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মাথা ফেটে যায় বলে পুলিশ জানিয়েছে।
আজাদকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি আবু ওবাইদা জানান, বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা।
মিছিলটি বানেশ্বর মসজিদের সামনে থেকে ট্রাফিক মোড়ে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা বানেশ্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের উপর হামলা করে মিছিলকারীরা।
মারধরে তার মাথা ফেটে যায় বলে জানান ওসি।
এ সময় পুলিশ জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে আজাদকে উদ্ধার করে এবং বানেশ্বরের একটি ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করে, বলেন ওসি।
এ ঘটনার জের ধরে আওয়ামী লীগ কর্মীরা আব্দুল খালেক নামের এক শিবির নেতাকে মারধর করেছে বলেও জানান ওসি।
এ সময় শিবির নিয়ন্ত্রিত কোচিং সেন্টারসহ জামায়াতের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করতে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।