ভালোবাসি দেশ, মাটি ও মানুষ। ভালোবাসি প্রকৃতি, গান, কবিতা। আর তাই পছন্দ করি প্রকৃতির টানে ঘুরে বেড়াতে প্রকৃতির মাঝে। কখনো কখনো প্রকৃতির অপার সৌন্দর্য বন্দি করি ফ্রেমে। না, রঙ তুলিতে নয়, ক্যামে।
কষ্ট খাদক
অরণ্য আবীর
মনমাধবী লক্ষীসোনা
একটি কথা শোন
তোর মনের সব কষ্ট গুলি
আমার বুকে বুন
আমার বুকটা কষ্ট চাষের
বিশাল বড় মাঠ
সবার কষ্ট নষ্ট করে
সুখের বসাই হাট
সবায় শুধু সুখ নিয়ে যায়
তুইও না হয় নিবি
তোর বুকের সব কষ্ট গুলো
আমায় যখন দিবি
আমি একটা কষ্ট খাদক
কষ্ট খেয়ে বাঁচি
তোর মনের সব কষ্ট গুলো
আমায় দে না চাঁচি
সবার মনের কষ্ট নিয়ে
আমি কষ্ট রাজা
মনমাধবী তুই যে আমার
কষ্ট নাশের ওঝা
উত্তরা ।। ৬ ফেব্রুয়ারী ।। ২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।