আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজের ৪ দিন পর ড্রেন থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ৪ দিন পর মোস্তাফা(১২) নামে এক স্কুল ছাত্রের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার পিঠালীপুল এলাকার পরিত্যাক্ত একটি ঘরের ভেতর দিয়ে যাওয়া ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোস্তফা (১২) ফতুল্লার কুতুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও পূর্ব মাসদাইর এলাকার সেলিম মিয়ার ছেলে। মোস্তাফা গত সোমবার রাতে ভিডিও গেমস খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। লাশ উদ্ধারের সত্যতা স্বাীকার করে ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, আজ সন্ধ্যায় এলাকাবাসির দেওয়া তথ্যের ভিত্তিতে স্কুল ছাত্র মোস্তাফার লাশটি উদ্ধার করা হয়।

লাশের শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে দূর্বত্তরা তাকে হত্যা করেছে। তবে ময়না তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে। মোস্তাফার বাবা সেলিম মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, গত সোমবার সন্ধ্যায় মোবাইলে ভিডিও গেমস খেলার জন্য বাহিরে বের হয় তার ছেলে মোস্তাফা। এর পর সে আর বাড়ী ফিরে আসেনি।

আজ সকালে ছেলেকে খোঁজে পাওয়ার আশায় সিলেট মাজাহেরর উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যেই সংবাদ পান তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.