নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ১৪ দিন পর মিনা বেগম (২০) নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুর ২টায় লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শহরের ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী আবুল হোসেন (৪২) ও প্রথম ঘরের সন্তান শুভকে(২০) আটক করেছে। মিনা বেগম ছিল আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী। সে ইসদাইর এলাকার আসালাম আলীর মেয়ে।
গৃহবধূর ফুফু আসমা বেগম জানান, ২০১১ সালে মিনা বেগমকে বিয়ে করে আবুল হোসেন। বিয়ের পর থেকেই নানা অজুহাতে অত্যাচার করে আসছিল স্বামী আবুল হোসেন। গত ২০ ফেব্রুয়ারী মিনা বেগম নিখোঁজ হয়।
তিনি অভিযোগ করেন, মিনা বেগমকে হত্যার পর লাশ গুম করেছে স্বামী আবুল হোসেন এবং তার প্রথম সংসারের লোকজন।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, মিনা বেগম ও তার স্বামী আবুল হোসেন ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকার একটি ঝুটের গোডাউনের পাশে ভাড়া থাকতো।
গত ১৪ দিন ধরে নিখোঁজ ছিল মিনা বেগম। আজ দুপুরে ঘরের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের বেশিরভাগ অংশ গলে গেছে।
এ ঘটনায় স্বামী আবুল হোসেন তার প্রথম ঘরের সন্তান শুভকে আটক করেছে। তারা মিনা বেগমকে হত্যা করেছে বলে প্রাথমিব জিজ্ঞসাবাদে স্বীকার করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।