নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার ২৬দিন পর সোহেল রানা নামে এক কলেজ ছাত্রের লাশ মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আজ সকালে উদ্ধার করেছে পুলিশ।
এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে তার ৪ সহপাঠিকে গ্রেফতার করা হয়েছে।
মান্দা থানার ওসি আব্দুল্লা হেল বাকী জানান, উপজেলার কামারকুড়ি গ্রামের জনাব আলীর ছেলে স্থানীয় আলহেরা কৃষি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সোহলে রানাকে মোবাইল ফোনে কৌশলে গত ৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় ডেকে নিয়ে যায় কে বা কারা। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারী তার ভগ্নিপতি থানায় একটি জিডি দায়ের করেন।
এরপর মোবাইল ফোনে সোহেল রানার পিতার নিকট ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়। এরপর গত ১ মার্চ মান্দা থানায় তার পিতা জনাব আলী একটি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে থানার ওসির তত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম মোবাইল ফোন ট্রাকিং করে গত ৫ মার্চ বুধবার রাতে সোহেল রানার ৪ সহপাঠিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর পারইল গ্রামের মোয়াজ্জেম হোসেন ছেলে ও নওগাঁ আস্তান মোল্লা কলেজের ছাত্র মোক্তাদুর রহমান, তার জমজ সহোদর একই কলেজের ছাত্র মোস্তফা কামাল, একই গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে ও মান্দা মোমিন শাহানা কলেজের ছাত্র সাজেদুর রহমান সাজু এবং শ্রীরামপুর গ্রামের হবিবর রহমানের ছেলে সাতবাড়িয়া বিএম কলেজের ছাত্র সাজেদুর রহমান সাজু।
তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আজ বেলা সাড়ে ১১টায় উপজেলার নীলকুঠি এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা সোহেল রানার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।