আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজের ৬ দিন পর শীতলক্ষ্যার তীঁর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীঁর থেকে আজ রাতে আপন মিয়া (৩৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে, যিনি গত ৬দিন ধরে নিখোঁজ ছিল।

সিদ্ধিরগঞ্জ বাজার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশষ্টি হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন বন্দর থানা রামনগর এলাকার আলীনুরের ছেলে। সে পাটের ছালার বস্তা ক্রয় বিক্রয় করতো।

ব্যবসায়ী আপনের ভাই আমানত জানান, বন্দরের রামনগ এলাকার সেলিম, সুমন ও নুর আলম গত ২৫মার্চ রাতে ফোন করে আমানতকে ডেকে নিয়ে যায়।

এর পর সে আর বাসায় ফেরেনি। ২৭ মার্চ এ ব্যাপারে বন্দর থানায় একটি জিডি করা হয়। পরে আজ সন্ধ্যায় মোবাইলে ফোন করে অজ্ঞাত পরিচয় ব্যাক্তি জানান, যে তার ভাইয়ের লাশ শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বাজার খেয়াঘাট রয়েছে। খুঁজে বের করে নেন। পরে আমানত খুঁজাখুঁজি করে শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বাজার খেয়াঘাট নদীর পাড়ে আংশিক মাটি চাপা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার এস আই মনিরুজ্জামান চৌধুরী জানান, শীতলক্ষ্যা নদীর পার থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.