ভোলার চরফ্যাশন উপজেলার চর-কুকরীর শিবচরসংলগ্ন সাগর মোহনায় ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা জেলেদের জাল, ইঞ্জিন, ডিজেলসহ ট্রলারে থাকা সব মালামাল ছিনিয়ে নিয়ে গেছে এবং ১৫ জেলেকে অপহরণ করেছে।
অপহৃত জেলেদের মধ্যে বাবুল মাঝি, জলিল মাঝি, মান্নান মাঝি, নাছির মাঝি, জাফর মাঝি, জলিল মাঝি ও মান্নান মাঝির নাম জানা গেছে।
গতকাল শুক্রবার গভীররাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এ তাণ্ডব চালিয়েছে ডাকাতরা।
হামলার শিকার জেলেরা জানান, গভীররাতে হঠাৎ দুটি ট্রলারে করে ২০ থেকে ২৫ জন ডাকাত সাগরে থাকা একে একে ১৫টি ট্রলারে ডাকাতি করে। তারা জেলেদের জাল, ইঞ্জিন, ডিজেলসহ ট্রলারে থাকা সব মালামাল নিয়ে যায়। এসময় তারা অপহরণ করে ১৫ জেলেকে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, হামলার খবর পেয়ে উপ-পরিদর্শক আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশকে শনিবার সকালে সাগরে পাঠানো হয়েছে। তবে তারা কোনো ডাকাতকে গ্রেফতার করতে পারেনি ও অপহৃত জেলেদের উদ্ধারও করতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।