আজ ফেসবুকে আমার এক বন্ধু রক্তের প্রয়োজনে একটি সাহায্যের আবেদন করে। সে একজন হেফাতজ সমর্থক , ত্রিব আওয়ামী বিরোধী। ঠিক তার নিচে এক হিন্দু বন্ধু লিখে জানায় তার রক্তের গ্রুপ মিল আছে। সে রক্ত দিতে চায়। আরে কি কাণ্ড দেখে যাও এ ত হিন্দু না ও ত মানুষ, আর সে ত মুসলিম না সেও মানুষ।
আমাদের ধর্ম গুরুগন কই আরে যাত গেল এ যে রক্ত পাপ। গেল গেল গেল হিন্দু বেচারার জাতই বুঝি গেল। আরে মুসলিম তোমার শরীরে হিন্দুর রক্ত তুমি অপবিত্র হয়ে গেলে।
অরে আহাম্মক জেগে ওঠ, তোরে আর কত কাল শোষণ করবে। না তুই লীগ, না তুই বিনপি, না তুই জামাত , না তুই হেফাতজ ,না তুই চেতনাধারি, না তুই সংখ্যালঘু , না তুই সংখ্যাগুরু।
তুই যে তা তুই প্রকাশ করিস অবচেতন মনে। একবার প্রকাশ হউক সম্পরন্ন চেতন অবস্থায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।