আমাদের কথা খুঁজে নিন

   

চীনের পরমাণু হামলার আশঙ্কায় মার্কিন নৌবাহিনী

চীনের নতুন সাবমেরিনগুলো আমেরিকার আলাস্কা ও হাওয়াইতে পরমাণু হামলা চালাতে সক্ষম। চীনের এই সক্ষমতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন নৌ-গোয়েন্দা দফতর সূত্রে এই খবর জানা গেছে।

সূত্রে জানা যায়, চলতি বছর থেকেই পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ভর্তি চীনের ‘জিন’ ক্লাসের নতুন সাবমেরিনগুলো উত্তর প্রশান্ত মহাসাগরে টহল শুরু করবে। ওই সব সাবমেরিনের সাহায্যে সেখান থেকেই আমেরিকার আলাস্কা ও হাওয়াইসহ আরও কয়েকটি জায়গায় পরমাণু হামলা চালাতে পারবে চীন।

আমেরিকার এক উচ্চপদস্থ গোয়েন্দা আধিকারিক এই বিষয়গুলো লিখিতভাবে আমেরিকা-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনকে জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীন একটি ‘ব্লু-ওয়াটার নেভি’ গঠন করছে, যা মহাসাগরগুলোতে নানা অভিযান চালাতে পারবে।

অন্যদিকে, চীন দ্বিতীয় বিমানবাহী রণতরী নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তাতেও উদ্বেগে রয়েছে মার্কিন নৌবাহিনী। 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।