আগামী জুনেই ব্রাজিলে বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল-২০১৪ এর আসর। এ সময় সারা পৃথিবী থেকে লাখ লাখ ফুটবলপ্রেমীর পদভারে কম্পিত হবে ব্রাজিলের বিভিন্ন শহর। ভিড় মিলবে পর্যটকদেরও। এই ফাঁকে দুটো পয়সা রোজগারের আশায় পথ চেয়ে আছে দেশটির হাজার হাজার যৌনকর্মী। কিন্তু বিপত্তিটা দাঁড়িয়েছে অন্য জায়গায়।
বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে পা রাখবে অন্যান্য দেশের যৌনকর্মীরাও। অন্যদের সঙ্গে টেক্কা দিয়ে খদ্দেরের দৃষ্টি কাড়তে তাই ভিন্ন পথ নিয়েছে ব্রাজিলের বেলো অরিজন্ঠ রাজ্যের যৌনকর্মীরা। 'আগে উপভোগ, পরে পেমেন্ট' স্লোগান নিয়ে ডেবিট/ক্রেডিট কার্ডে পাওনা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতোমধ্যে এ ব্যাপারে একটি ব্যাংকের সঙ্গে চুক্তিও করে ফেলেছে যৌনকর্মীদের স্থানীয় একটি সংগঠন।
যৌনকর্মীদের এক নেতা বলেন, আগত পর্যটকদের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া।
অনেকের বিদেশে আসার পর নগদ টাকা শেষ হয়ে যায়। আবার অনেকে নগদ টাকা সঙ্গে নিয়ে ঘোরাটা ঝুঁকিপূর্ণ মনে করে। ব্যাংকিং পদ্ধতিতে এ ঝামেলাগুলো থাকবে না। কোন খদ্দেরের টাকা শেষ হয়ে যাবার পরও চাইলে সে যৌনকর্মীর সঙ্গে থাকতে পারবেন। এছাড়া ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন হওয়াটা বেশ নিরাপদও।
সূত্র: ডেইলি মিরর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।