প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
সামনে ঘুঁটঘুঁটে অন্ধকার ছিলো
আঁধারের বুক চিরে ট্রেন চলছিলো
আকাশে একটা বাঁকা চাঁদ ছিলো
আর আমি শহরে একা আসছিলাম।
পকেটে মাত্র সাতশত ছিলো
ক্যাধে একটা ঢোলা ব্যাগ ছিলো
আমার মন শুধু কাঁপছিলো
তবু বুকে অদম্য সাহস ছিলো।
মানুষের অরণ্যে কেহ নাহি ছিলো
কাকে যেন তবু চেনা লাগছিলো
আমি একা একা পথ হাঁটছিলাম
সাথে সাথে আমার কে যেন ছিলো।
এই শহরে আমি সেদিন থেকে
রয়ে গেছি আছি তো কবিতা লিখে।
১০.০২.২০১৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।