আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিল-কম্বোডিয়ায় ভিসা লাগবে না

বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ব্রাজিল ও কম্বোডিয়ায় ভিসা অব্যাহতির সুযোগ পেতে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ব্রাজিলের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়।

একই সঙ্গে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে কম্বোডিয়ার সঙ্গে করা চুক্তিতে অনুসমর্থন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, চুক্তি অনুযায়ী কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ব্রাজিল ও কম্বোডিয়ায় ভিসা ছাড়া ৩০ দিন ভ্রমণ করতে পারবেন। ব্রাজিল ও কম্বোডিয়ার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে এ সুযোগ পাবেন। ব্রাজিল ও কম্বোডিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রেও এ সুযোগ কার্যকর হবে বলে সচিব জানান। এ চুক্তির মাধ্যমে ব্রাজিল ও কম্বোডিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার হবে মন্তব্য করে মোশাররাফ হোসাইন বলেন, 'ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়বে।

নতুন নতুন সহযোগিতার ক্ষেত্রও তৈরি হবে।'

পর্যায়ক্রমে ব্যবসায়ীসহ অন্যদের ক্ষেত্রেও ভিসা অব্যাহতির সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানান সচিব। বর্তমানে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, চীন, চিলি, তুরস্ক, লাওস, কম্বোডিয়া ও বেলারুশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।

আরও ১১টি দেশের সঙ্গে একই ধরনের চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে বলে জানান সচিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.