পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান জঙ্গিদের গোপন আস্তানায় বিমান হামলায় কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতীয় বিভিন্ন এলাকায় তালেবানের গোপন আস্তানায় গতকাল ভোরে বিমান হামলা চালানো হয়। গত ২০ ফেব্রুয়ারি থেকে এটি পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) চতুর্থ ধারাবাহিক বিমান হামলা। উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং জঙ্গিদের বিভিন্ন আস্তানা ধ্বংস হয়েছে। উল্লেখ্য, এ মাসের গোড়ার দিকে পাকিস্তান সরকার তালেবানের সাত বছরের সহিংসতা অবসানের লক্ষ্যে তাদের সঙ্গে আলোচনা শুরু করেছিল। কিন্তু তালেবানদের চোরাগোপ্তা হামলার কারণে আলোচনা বন্ধ হয়ে যায়। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।