গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া শত্রুমুক্ত দিবস আজ। একাত্তরের ১৯ ডিসেম্বর মিত্র ও মুক্তি বাহিনীর আক্রমণে পাক বাহিনীর দখলে থাকা ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের মিনি ক্যান্টনমেন্টের পতন ঘটে। সারা দেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত তখনও ভাটিয়াপাড়ায় হানাদাররা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। বিজয়ের তিন দিন পর প্রবল যুদ্ধে পাক সৈন্যরা আত্দসমর্পন করতে বাধ্য হয়। গোপালগঞ্জ-ফরিদপুর-নড়াইল জেলার সীমান্তে অবস্থিত এবং ভৌগলিক দিক থেকে গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও নদীবন্দর ভাটিয়াপাড়া দখল নিয়ে পাক হানাদার ও মুক্তিযোদ্ধাদের মধ্যে কয়েক দফা লড়াই হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।