আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা দিবসের তিন ছবি

আজ বিশ্ব ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিনটি চলচ্চিত্র। তিনটি চলচ্চিত্রই গল্প এবং নির্মাণ আঙ্গিকের দিক দিয়ে একেবারেই ভিন্ন। ফলে তিনটি চলচ্চিত্রের প্রতিই সমান আগ্রহ রয়েছে দর্শকের। এগুলো হচ্ছে_

আকাশ কতো দূরে

সামাজিক ও পারিবারিক গল্পে সামিয়া জামান নির্মাণ করেছেন এই চলচ্চিত্রটি। সরকারি অনুদানে নির্মিত এ চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন জুলফিকার রাসেল। ইমপ্রেস টেলিফিল্ম ও ভার্সা মিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা হলেন- রাজ্জাক, শর্মিলী আহমেদ, মিশা সওদাগর, ফারিয়া, মোস্তফা প্রকাশ, অঙ্কন।

অগি্ন

রোমান্টিক অ্যকশন ধারার ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তিসমৃদ্ধ এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রের শিল্পীরা হলেন- আরিফিন শুভ, মাহি, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ।

লোভে পাপ পাপে মৃত্যু

রোমান্টিক অ্যকশন গল্পের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহানুর রহমান সোহান। ত্রিভুজ প্রেম এবং নানা দ্বন্দ্ব সংঘাতে এগিয়েছে এর গল্প।

এ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর দর্শক বড় পর্দায় দেখতে পাবে রিয়াজ- পূর্ণিমা জুটিকে। সঙ্গে অ্যান্টি হিরো হিসেবে প্রথমবার চলচ্চিত্রে আসছেন নায়ক আমিন খান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.