আজ বিশ্ব ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিনটি চলচ্চিত্র। তিনটি চলচ্চিত্রই গল্প এবং নির্মাণ আঙ্গিকের দিক দিয়ে একেবারেই ভিন্ন। ফলে তিনটি চলচ্চিত্রের প্রতিই সমান আগ্রহ রয়েছে দর্শকের। এগুলো হচ্ছে_
আকাশ কতো দূরে
সামাজিক ও পারিবারিক গল্পে সামিয়া জামান নির্মাণ করেছেন এই চলচ্চিত্রটি। সরকারি অনুদানে নির্মিত এ চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন জুলফিকার রাসেল। ইমপ্রেস টেলিফিল্ম ও ভার্সা মিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা হলেন- রাজ্জাক, শর্মিলী আহমেদ, মিশা সওদাগর, ফারিয়া, মোস্তফা প্রকাশ, অঙ্কন।
অগি্ন
রোমান্টিক অ্যকশন ধারার ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তিসমৃদ্ধ এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রের শিল্পীরা হলেন- আরিফিন শুভ, মাহি, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ।
লোভে পাপ পাপে মৃত্যু
রোমান্টিক অ্যকশন গল্পের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহানুর রহমান সোহান। ত্রিভুজ প্রেম এবং নানা দ্বন্দ্ব সংঘাতে এগিয়েছে এর গল্প।
এ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর দর্শক বড় পর্দায় দেখতে পাবে রিয়াজ- পূর্ণিমা জুটিকে। সঙ্গে অ্যান্টি হিরো হিসেবে প্রথমবার চলচ্চিত্রে আসছেন নায়ক আমিন খান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।