শেখ হাসিনার গত সরকারের এই দুই সদস্যকে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে আসতে চিঠি পাঠানো হয়েছে বলে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়োয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুসন্ধান কাজের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য উনাদের আসতে বলা হয়েছে। ”
রুহুল হককে আগামী ২৪ ফেব্রুয়ারি এবং মাহবুবুর রহমানকে আগামী ২৩ ফেব্রুয়ারি দুপুর ২টায় হাজির হতে বলা হয়েছে। বুধবার বিকালে তাদের ঠিকানায় দুদক থেকে চিঠি গেছে।
তা আমলে নিয়ে গত ২২ জানুয়ারি রুহুল হক ও মাহবুবসহ সাতজন মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক।
রুহুল হকের সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পড়েছে দুদকের উপ-পরিচালক মির্জ্জা জাহিদুল আলমের ওপর। উপ-পরিচালক খায়রুল হুদার ওপর দায়িত্ব মাহবুবুর রহমানের সম্পদ অনুসন্ধানের।
রুহুল হক এবার সংসদ সদস্য হলেও মন্ত্রিসভায় স্থান পাননি। পটুয়াখালীর মাহবুব এবার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নই পাননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।