কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মাষ্টারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ সন্ধ্যায় জিনজিরা দলীয় কার্যালয়ে নাজিম উদ্দিন মাষ্টার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গতকাল রাত ১০ টার দিকে বক্তারচর এলাকার এক মাজারের ওরস উপলক্ষে জিয়ারত করতে যান। মাজার প্রাঙ্গন থেকে বের হওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়।
তিনি অভিযোগ করেন, পুলিশকে জানানোর পরও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোজাদ্দেদ আলী বাবু, হাসমত উল্লাহ নবী, এড. সেলিম, ওমর শাহনেয়াজ, যুবদল সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।