আমাদের কথা খুঁজে নিন

   

সন্তানের নাম হিটলার,ফেসবুক,টার্মিনেটর রাখা যাবে না !



মজা করে সন্তানের নাম অনেকেই অনেক রকম রাখেন। কোনো কোনো ক্ষেত্রে, নাম ব্যক্তিকে ভোগায় সারাজীবন। মেক্সিকোতে অনেকেই সন্তানের নাম রাখেন, ফেসবুক, টার্মিনেটর,বার্গার কিং, হিটলার, ই-মেল,রবোকপ, রোলিং স্টোন, জেমস বন্ড, সারকামসিশন(মুসলমানি)।

এসব নাম পরবর্তীতে স্কুল জীবনে সন্তানদের ভোগায়। তাদের নিয়ে সৃষ্টি হয় হাস্যরসের।

নাম নিয়ে তামাশা দুষ্টুমির শিকার হোন ব্যক্তি। এতে তাদের মানসিক বিকাশে প্রভূত ক্ষতি হয়। এ কারণে মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের শহর সোনোরা কর্তৃপক্ষ এমন ৬১ নামের ওপর নিষিদ্ধ তালিকা দিয়েছে। এই ৬১ নামে কারও জন্ম নিবন্ধন হবে না। ভবিষ্যতে নাম নিয়ে ঠাট্টা তামাশা এড়াতে এই ব্যবস্থা।

সূত্র. রয়টার্স।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।