আমাদের কথা খুঁজে নিন

   

মোদির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। এর মাধ্যমে দীর্ঘদিন মোদির সঙ্গে বয়কট করে রাখা সম্পর্কের অবসান ঘটনোর ইঙ্গিত দিল ওয়াশিংটন। ২০০২ সালে গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পর মোদির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। এমনকি ২০০৫ সালে মোদিকে ভিসাও দেয়নি ওয়াশিংটন। ওই ঘটনার পর এটাই যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তির সঙ্গে মোদির প্রথম বৈঠক।

ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোদির নাম ঘোষণা করেছে। নির্বাচনে বিজেপি ও মোদির জয়ের সম্ভাবনা অনেক বেশি। এ কারণেই যুক্তরাষ্ট্র হয়তো মোদির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে। গতকাল গুজরাটের রাজধানী গান্ধীনগরে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ন্যান্সি। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, মোদি ন্যান্সির হাতে লাল ও হলুদ ফুল দিয়ে বানানো একটি তোড়া তুলে দেওয়ার পর ন্যান্সি মোদির সঙ্গে হাসি মুখে হাত মেলালেন।

হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি ট্রেনে অগি্নকাণ্ডে ৫৯ জনের প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে ওই দাঙ্গার সূচনা হয়েছিল। সাম্প্রদায়িক ওই সহিংসতায় অন্ততপক্ষে এক হাজার মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন মুসলমান। এনডিটিভি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.